ফখরুজ্জামান চৌধুরী

ফখরুজ্জামান চৌধুরী

বিশিষ্ট লেখক ও অনুবাদক ফখরুজ্জামান চৌধুরী জন্ম (৫ জানুয়ারি, ১৯৪০-১২ জুন, ২০১৪) ষাটের দশক থেকে বিশ্বসাহিত্যের বহু সাড়া জাগানো গ্রন্থ অনুবাদের পাশাপাশি শিশুসাহিত্য, গল্প, প্রবন্ধ, স্মৃতিকথা, রম্যরচনাসহ নানাবিধ বিষয়ে লেখালেখি করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছেÑ 'ঐরাবত ও অঙ্কুশ', রিপভ্যান উইঙ্কেল, 'আনাবাজ', 'দূরদিগন্ত', 'প্যালেস্টাইন প্রতিরোধের কবিতা', 'জনারণ্যে কয়েকজন', 'একা ও একাকী', 'লেখকের কথা, হাড়কিপটে বুড়ি'। 'রাজা আর্থারের দরবারে, যাদুর রাজা হুডিনি, আঙ্কল টমস কেবিন', রবিনসন ক্রুশো', 'হাঞ্চব্যাংক অব নটরডেম', 'ট্রেজার আইল্যান্ড', 'রাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ', 'হে দুঃখ বিদায়', 'বিকিকিনির প্রেম', 'হিরোশিমার অগ্নিশিখা' ইত্যাদি। সাহিত্যে অবদানের তিনি বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভ,ষিত হয়েছেন।

ফখরুজ্জামান চৌধুরী এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon